By Piu Dey
Published May 4, 2023
Hindustan Times
Bangla
চারধাম যাত্রা করতে চান? রইল সম্পূর্ণ গাইড
যাত্রা কোথা থেকে শুরু করবেন? দিন কত লাগবে? সম্পূর্ণ গাইড লাইন পেয়ে যান এখান থেকে
হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে চারধাম যাত্রা অত্যন্ত পবিত্র বলে গণ্য হয়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে যাত্রা
যাত্রা শুরু হয়েছে অক্ষয় তৃতীয়া থেকে শেষ হবে দীপাবলির দিন
যাত্রা শেষ করতে সময় লাগবে ১০-১২ দিন। তাই হাতে সময় নিয়ে যাত্রা শুরু করুন
আপনি চাইলে হেলিকপ্টারে যাত্রা করতে পারেন। দেরাদুন থেকে কপ্টার সার্ভিস রয়েছে
চারধাম যাত্রার জন্য আগে থেকেই প্রস্তুত হন। শরীরকে ফিট রাখুন
নিজের সঙ্গে আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড রাখুন
জরুরি যোগাযোগ নম্বর কাছে রাখুন। যাত্রায় কাজে আসতে পারে
সঙ্গে ফার্স্ট এইড কিট রাখুন। জ্বর, বমি, অ্যান্টিসেপটিক ক্রিম, ও জরুরি ওষুধ নিতে ভুলবেন না
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন