By Priyanka Bose
Published 16 Apr, 2023

Hindustan Times
Bangla

প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার স্ত্রীকে চেনেন? রইল সেরা ১০ ছবি

টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। হিন্দি ধারাভাষ্য জগতের এক পরিচিত নাম। বর্তমানে তিনি IPL ২০২৩-এর ধারাভাষ্য করছেন।

প্রাক্তন এই ক্রিকেটারের গ্ল্যামারাস স্ত্রীকে চেনেন?

আকাশ চোপড়ার স্ত্রীর নাম অক্ষি মাথুর। বিয়ের পর নিজের নামের শেষে চোপড়া লেখেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় অক্ষি মাথুর। 

সৌন্দর্যের দিক থেকে তাবড় তাবড় বলিউড অভিনেত্রীদের পিছনে ফেলতে পারেন অক্ষি। 

পেশায় একজন উদ্যোক্তা অক্ষি। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল চোখ রাখলে বোঝা যায়, বিউটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন তিনি।

দুই সন্তানের মা অক্ষি

২০০৯ সালের ২ ডিসেম্বর আকাশ চোপড়াকে বিয়ে করেন অক্ষি

ঘুরতে ভালোবাসেন অক্ষি। স্বামী আকাশ চোপড়ার সঙ্গে প্রায়শই রোম্যান্টিক ছবি শেয়ার করেন নেটদুনিয়ার পাতায়।