Hindustan Times
Bangla

নাচেঙ্গে,গায়েঙ্গে,অ্যাশ করেঙ্গে... মেয়ের বিয়েতে বিন্দাস মুডে আমির! কেমন শ্বশুর পেল নূপুর?

দীর্ঘদিনের প্রেমিক নুপূর শিখরের সঙ্গে গত ৩রা জানুয়ারি আইনি বিয়ে করেছিলেন আমির কন্যা ইরা

আইনি বিয়ের পর উদয়পুরে ডেস্টিনেশন বিয়ে সারলেন দুজনে, বুধবার রাতে খ্রিস্টান মতে হল বিয়ে

প্রিন্সেস-এর বিয়েতে কখনও আবেগঘন আমির, আবার কখনও বিন্দাস মুডে। নাচে-গানে তারকা জমিয়ে দিলেন আসর

মেয়ের সঙ্গীতের আসরে 'আতি ক্যায়া খান্ডালা' গানে জমিয়ে নাচলেন আমির

মেয়ে-জামাইয়ের আংটি বদলের সময় আবেগঘন হতে দেখা গিয়েছে আমিরকে। মুছেছেন চোখ দিয়ে গড়িয়ে পড় আনন্দাশ্রু

প্রাক-বিয়ের অনুষ্ঠানে বাঁচনা অ্যায় হাসিনো গানে কোমর দুলিয়েছেন ৫৯ বছরের আমির  

শুধু নেচেছেন এমন নয়, গানে গানে মেয়ের বিয়ের আসর জমিয়েছন আমির।সঙ্গে দিয়েছেন ইরার সৎ মা কিরণ রাও 

আমির খান এবং তাঁর প্রথম স্ত্রী রিনা দত্তের মেয়ে ইরা, বাবার মতোই বি-টাউনে কাজ করতে চায় ইরা, তবে পরিচালক হিসাবে।