Hindustan Times
Bangla

বিয়ে করেই হিট আমির কন্যা ইরা! মিস করা চলবে না এই ৫ ছবি

৩ জানুয়ারি মুম্বইতে আইনি মতে বিয়ে করলেন ইরা খান ও নূপুর শিখরে। আমিরের বড় মেয়ের বিয়ে নিয়ে আপাতত চলছে জমিয়ে চর্চা। 

আমির খান ও রীনা দত্তের মেয়ে ইরা। যদিও বিয়েতে এসেছিলেন অভিনেতার দ্বিতীয় স্ত্রী কিরণ-ও। 

আমিরের জামাই ইরা পেশায় ফিটনেস ট্রেনার। আর তাই বিয়ে করতে এসেছিলেন ৭ কিলোমিটার দৌঁড়ে। পরে এসেছিলেন কালো রঙের স্যান্ডো গেঞ্জি আর শর্টস। এই পোশাকেই আইনি কাগজে সই করেন। 

আইনি বিয়ের পর পরিবার ও কাছের বন্ধুদেরজন্য রাখা হয়েছিল রিসেপশন। গোলাপি আর নীল রঙের ধোতি স্টাইল লেহেঙ্গা পরেছিলেন ইরা। 

বউয়ের সাজে লা জবাব লাগছিল দেখতে ইরাকে। বাবার মতো অভিনয় করার ইচ্ছে একেবারেই নেই আমির কন্যার। বরং যেতে চান পরিচালনায়।

রেজিস্ট্রি করার সময় তোলা এই ছবিখানাও ইরা শেয়ার করে নিয়েছেন নিজের ইনস্টা স্টোরিতে।

বিয়ের মণ্ডপে বউয়ের প্রতি ভালোবাসা জাহির করছেন নূপুর।

ইরা আর নূপুরের বিয়ের অন্দরসজ্জাও ছিল চোখ ধাঁধাঁনো।