By Priyanka Bose
Published Feb 8, 2023

Hindustan Times
Bangla

‘সবচেয়ে সুন্দর দৃশ্য’, জন্মদিনে ‘কীসের’ ছবি দিয়ে এমন কথা লিখলেন অভিষেক বচ্চন

সদ্য ৪৭ বছরে পা দিলেন অভিষেক

এই বছরের জন্মদিন স্ত্রী, মেয়ের সঙ্গে মলদ্বীপে কাটিয়েছেন জুনিয়র বচ্চন

মলদ্বীপের রিসর্ট থেকে ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিষেক

অভিনেতার জন্মদিনে মলদ্বীপের রিসর্টের তরফে উষ্ণ শুভেচ্ছা জানানো হয়েছে

মলদ্বীপের রিসর্টের একগুচ্ছ ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন অভিষেক

শেষে রয়েছে স্ত্রীর একটি ছবি। সেটিকেই ‘সবচেয়ে সুন্দর দৃশ্য’ বলে লিখেছেন জুনিয়র বচ্চন।

শীঘ্রই অজয় দেবগনের 'ভোলা' ছবিতে ক্যামিও রোলে দেখা যাবে অভিষেককে, বাল্কির 'ঘুমার' ছবিতেও থাকবেন তিনি

আরও ওয়েব স্টোরিজের জন্য