Hindustan Times
Bangla

কীভাবে মেকআপের সাহায্যে ব্রণ ঢাকবেন? রইল টিপস

তৈলাক্ত ত্বকে ব্রণর প্রবণতা বেশি। আর ব্রণ প্রবণ ত্বকে মেকআপ করলে সমস্যা আরও বেড়ে যায়। 

মেকআপ করার সময় বেশ কিছু বিষয় মাথায় রাখলে লুকাতে পারবেন ব্রণ। কীভাবে মেকআপের সাহায্যে ব্রণ ঢাকবেন?

মেকআপের আগে প্রথমে ত্বক ভালো করে পরিষ্কার করে নিন। টোনার আর ময়েশ্চারাইজ়ার লাগিয়ে মেকআপের জন্য তৈরি করে রাখুন।

প্রাইমার লাগান। আগে প্রাইমার লাগিয়ে নিলে মেকআপ সরাসরি ত্বকের সংস্পর্শে আসতে পারবে না। পুরো মুখে প্রাইমার লাগাতে ইচ্ছে না করলে ব্রাশে করে শুধু ব্রণ বা দাগছোপের অংশেও লাগাতে পারেন।

ব্রণ, পুরোনো ব্রণর দাগ, অন্যান্য দাগছোপের উপর সাবধানে ত্বকের রঙের সঙ্গে মানানসই কনসিলার লাগান। ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিন। ব্রণ আবছা হয়ে আসবে।

এবার ফাউন্ডেশন লাগানোর পালা। আপনার পছন্দমতো পুরো মুখে অথবা শুধু ব্রণর জায়গাগুলোয় ফাউন্ডেশন লাগান৷ অল্প করে ফাউন্ডেশন নিয়ে ব্লেন্ডিং স্পঞ্জ দিয়ে মিশিয়ে নিন৷ ফাউন্ডেশনের বদলে বিবি বা সিসি ক্রিমও লাগাতে পারেন৷

কমপ্যাক্ট দিয়ে সেট করে নিন৷ এতে মুখ বেশি চকচকে দেখাবে না। গালে ব্রণ বেরোলে মোটা করে আইলাইনার বা ঘন করে মাসকারা পরুন৷ এতে আপনার মুখের আকর্ষণীয় দিকগুলো ফুটে উঠবে, পাত্তা পাবে না ব্রণ।