Hindustan Times
Bangla

ACP প্রদ্যুমান থেকে দয়া, CID-র অভিনেতারা এখন কী করছেন

সোনি টিভিতে দীর্ঘ দিন ধরে চলেছে CID ধারাবাহিক। এই শোতে খ্যাতনামা টেলি অভিনেতারা অভিনয় করেছেন।এই সেলেবরা কোথায় আছেন এবং কী কাজ করছেন জানেন?

অভিনেতা শিবাজী সপ্তম ধারাবাহিতে এসিপি প্রদ্যুমানের ভূমিকায় অভিনয় করেছেন। তিনি মারাঠি ছবির পাশাপাশি হিন্দি ছবিতেও কাজ করছেন এখনও।

অফিসার অভিজিতের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আদিত্য শ্রীবাস্তব। তিনি অনেক হিন্দি ছবি এবং সিরিজে কাজ করেছেন।

অভিনেতা দয়ানন্দ শেঠ বর্তমানে 'দঙ্গল' টিভি সিরিয়ালে কাজ করছেন।

অভিনেতা দীনেশ ফড়নিশ এখন মারাঠি ছবির স্ক্রিপ্ট লেখেন। সিআইডির কয়েকটি পর্বও লিখেছেন তিনি।

অভিনেতা বিবেক মাশরু সিআইডির পরে অভিনয় ছেড়ে দেন। ব্যাঙ্গালুরুর সিএমআর ইউনিভার্সিটির একজন অধ্যাপক তিনি। 

শ্রদ্ধা মাশরু যিনি ফরেনসিক ডক্টর তারিকার ভূমিকায় অভিনয় করেছেন। এখন তাঁকে ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে দেখা যায়।

অভিনেতা হৃষিকেশ পাণ্ডে বেশ কয়েকটি ধারাবাহিকে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন। 

ডঃ শালুখে ছাড়া CID অফিসাররা কোনও মামলার সমাধান করতে পারতেন না। অভিনেতা নরেন্দ্র গুপ্তা এখনও টেলিভিশন শোতে কাজ চালিয়ে যাচ্ছেন।