Hindustan Times
Bangla

২০০৭ সালে বিয়ে, আবির-নন্দিনীর লাভস্টোরি হারিয়ে দেবে সিনেমার গল্পকেও

টলিউডের অন্যতম পাওয়ার কাপল অবির চট্টোপাধ্য়ায় এবং নন্দিনী চট্টোপাধ্য়ায়।

স্বামী টলিউডের তারকা অভিনেতা হলেও লাইমলাইট থেকে দূরেই থাকেন আবির-পত্নী নন্দিনী।

২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন আবির-নন্দিনী। সেই সময় টলিউডেও পা রাখেননি অভিনেতা।

বিয়ের আগে ভালো বন্ধু ছিলেন আবির-নন্দিনী। কিন্তু কখন বন্ধুত্ব তাঁদের বন্ধুত্ব যে প্রেমের রূপ নেয়, তা নিজেরাও টের পাননি দুজনে।

ইন্ডাস্ট্রির বিভিন্ন পার্টিতে আবিরের সঙ্গে দেখা মেলে নন্দিনীর। তাঁদের দীর্ঘ দাম্পত্যের রসায়ন নজর কাড়ে ভক্তদের।

যথেষ্ট ব্যক্তিত্বময়ী নন্দিনী। হালকা মেকআপ ও সাধারণ সাজগোজ পছন্দ করেন। 

ষোলে বছরের দাম্পত্য আবির-নন্দিনীর। তাঁদের এক সন্তান রয়েছে।

আবিরকে ঘিরে কোনও গসিপ ছুঁতে পারে না নন্দিনীকে। নেটদুনিয়ার নানান কটাক্ষ, ট্রোলকেও খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করেন নন্দিনী।