By Priyanka Bose
Published May 19, 2023
Hindustan Times
Bangla
আবিরের গালের কাটা দাগের নেপথ্যের কাহিনি জানেন?
অভিনেতা আবির চট্টোপাধ্য়ায়ের ডাব গালে একটি কাটা দাগ রয়েছে।
মেকআপ দিয়ে এই দাগকে কখনও ঢাকার চেষ্টা করেন না অভিনেতা
কিন্তু কী করে অভিনেতার গাল কেটেছিল, শুনলে চমকে উঠবেন!
আবিরের স্কুল জীবনের সপ্তম শ্রেণির ঘটনা। সবে সাইকেল চালিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার অনুমতি পেয়েছিলেন অভিনেতা।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, এক বৃষ্টির দিনে সাইকেল চালিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন আবির।
আচমকাই তাঁর সামনে একটি বিড়াল চলে আসে। বিড়ালটিকে বাঁচাতে গিয়ে ব্রেক কষার চেষ্টা করেন তিনি
সাইকেল বেসামাল হয়ে রাস্তায় পড়ে যান আবির। সাইকেলের হাতল থেকে ডান গালে আঘাত লেগে তৈরি হয় গভীর ক্ষত।
ঘটনার জেরে যে ক্ষত তিনি পেয়েছে, ধীরে ধীরে তা মিলিয়ে গেলেও রয়ে গিয়েছে দাগ।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন