Hindustan Times
Bangla

প্রয়াত আদিত্য সিং রাজপুত: কেমন ছিল অভিনেতার সিনেমার কেরিয়ার

আন্ধেরির বাড়ি থেকে নিথর দেহ উদ্ধার হয় অভিনেতা, মডেল এবং কাস্টিং কো-অর্ডিনেটর আদিত্য সিং রাজপুতের।

আন্ধেরির ১১ তলার যে হাইরাইজে 'স্প্লিটসভিলা ৯' খ্যাত অভিনেতা থাকতেন তারই বাথরুম থেকে উদ্ধার হয়েছে দেহ।

এক বন্ধু প্রথমে অভিনেতার নিথর দেহ দেখতে পান। সেই বন্ধু বিল্ডিংয়ের প্রহরীদের সাহায্য নিয়ে আদিত্যকে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নিয়ে গেলে স্প্লিটসভিলা ৯-খ্যাত অভিনেতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

উত্তরাখণ্ডের ছেলে আদিত্য পড়াশোনা করেছেন দিল্লিতে। বিনোদন জগতের সঙ্গে দীর্ঘ দিন যুক্ত ছিলেন। বেশ পরিচিতিও গড়ে তুলেছিলেন নিজের।  

অভিনয়ের পাশাপাশি শুরু করেছিলেন নিজের ব্যবসাও। তাঁর কোম্পানির নাম 'পপ কালচার ফ্য়াশন'। 

মাত্র ১৭ বছর বয়সে অভিনয় শুরু করেন। ‘ক্রান্তিবীর’ এবং ‘ম্যায় গান্ধী কো নহি মারা’-র মতো ছবিতে অভিনয় করেছিলেন আদিত্য। 

৩০০টির বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন। অংশ নিয়েছেন স্প্লিটসভিলা ৯-এ। লাভ, আশিকি, কোড রেড, আওয়াজ সিজন ৯, ব্যাড বয় সিজন ৪-এর মতো টিভি প্রোজেক্টের অংশও ছিলেন।

অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভক্ত, বন্ধুবান্ধব এবং পরিবারে।