By Priyanka Bose
Published 17 Apr, 2023

Hindustan Times
Bangla

যশ দাশগুপ্তের প্রথম স্ত্রীকে চেনেন? কোথায় আছেন তিনি

অভিনেত্রী নুসরত জাহানের সঙ্গে সংসার পাতার আগেও এক বিয়ে রয়েছে অভিনেতা যশ দাশগুপ্তর।

চেনেন যশ দাশগুপ্তর প্রথম স্ত্রীকে?

যশের প্রথম স্ত্রীর নাম শ্বেতা সিংহ কালহানস। অভিনেতা স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর এখন মুম্বইতে একা থাকেন তিনি।

পেশায় সংবাদকর্মী, এক সন্তানের মা শ্বেতা।  খুব সাধারণ জীবনযাপন তাঁর।

 অভিনেতা যশ দাশগুপ্তের প্রাক্তন স্ত্রী শ্বেতা লাইমলাইট থেকে নিজেকে হামশা দূরেই রেখেছেন।

এক পুরনো সাক্ষাৎকারে শ্বেতা জানিয়েছেন, 'যশ তাঁর ছেলের বাবা। সেই সূত্র মারফত যতটুকু যোগাযোগ রাখা সম্ভব তিনি রাখেন'। 

ইন্ডাস্ট্রির সঙ্গেও একটা সময় যুক্ত ছিলেন শ্বেতা। যশকে ভালোবেসেই বিয়ে করেছিলেন। কিন্তু সেই বিয়ে টেকেনি।

যশের সঙ্গে ডিভোর্সের পরই নাকি মুম্বই ফিরে যান শ্বেতা। এরপর টলি পাড়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় তাঁর।

স্ত্রী নুসরত এবং দুই পুত্র সন্তানকে নিয়ে বর্তমানে  সুখে সংসার করছেন যশ