Hindustan Times
Bangla

আলোর উৎসবে পোশাকে রং মিলান্তি! ফুটবলার প্রেমিকের চোখে হারালেন গীতশ্রী

মোহনবাগানের প্রাক্তন ফুটবলার প্রবীর দাসের সঙ্গে গীতশ্রীর প্রেম কারুর অজানা নয়

মাঝেমধ্যেই প্রেমিকের সঙ্গে আদুরে ছবি পোস্ট করেন ছোটপর্দার 'রাশি', দীপাবলিটা একসঙ্গেই কাটছে দুজনের

হলুদ সালোয়ার কামিজে সেজে গীতশ্রী, হলুদ পাঞ্জাবিতে ঝলমলে প্রবীর। প্রেমিকার উপর থেকে চোখ সরল না তাঁর

প্রেম নিয়ে কোনওদিনই লুকোছাপা করেননি গীতশ্রী ও প্রবীর, প্রেমিকের বিয়ে ভাঙা নিয়ে কটাক্ষ ধেয়ে এসেছে, আগলেছেন নায়িকা

এই মুহূর্তে স্টার জলসার কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকে দেখা যাচ্ছে গীতশ্রী, শেষের পথে এই মেগা

আলোর উৎসবে রুকমা-সহ কাছের বন্ধুরাও পাশে থাকল গীতশ্রীর, জমিয়ে চলল হুল্লোড়

গীতশ্রীর শেয়ার করা ভিডিয়োয় ধরা পড়ল পার্টির অন্দরের টুকরো মুহূর্ত

সবার মনেই প্রশ্ন, কবে বিয়ে করছেন গীতশ্রী আর প্রবীর? এই শীতেই কি সানাই বাজবে?