By Priyanka Bose
Published 21 May, 2023

Hindustan Times
Bangla

অন্তঃসত্ত্বা ইলিয়ানা, নো মেকআপ লুকে দেখুন নায়িকার সেরা ১০ ছবি

শীঘ্রই মা হতে চলেছেন অভিনেত্রী ইলিয়ানা ডি'ক্রুজ। 

দিন কয়েক আগেই বেবি বাম্পের ছবি শেয়ার করেছেন ইলিয়ানা

অন্তঃসত্ত্বা অবস্থায় নায়িকার মাতৃত্বের গ্ল্যামার যেন ফেটে পড়ছে

প্রায়শই বিনা মেকআপে নেটদুনিয়ার পাতায় ছবি পোস্ট করেন অভিনেত্রী

মেকআপ ছাড়াও চমৎকার দেখতে ইলিয়ানাকে

সিনেমার পর্দার বাইরে বিনা মেকআপে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন অভিনেত্রী

মা হতে চলার খবর দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন ইলিয়ানা ডিক্রুজ। এখনও সামনে আনেননি হবু সন্তানের পিতৃ পরিচয়। 

মাতৃত্বের স্বাদ চেটেপুটে উপভোগ করছেন ইলিয়ানা, সেই ঝলকই মিলছে তাঁর ইনস্টাগ্রামের পাতায়।