By Priyanka Bose
Published 16 Sep, 2023

Hindustan Times
Bangla

দিব্যা ভারতীর তুতো বোন, 'গ্র্যান্ড মস্তি'র এই অভিনেত্রীকে মনে আছে? এখন কী করেন তিনি

প্রয়াত অভিনেত্রী দিব্যা ভারতীর তুতো বোন কায়নাত আরোরা। আসল নাম চারু অরোরা।

উত্তপ্রদেশের সাহারণপুরে জন্ম কায়নাতের। ছোট থেকে বড় হয়ে ওঠাও সেখানেই। সেই শহরের সেন্ট ম্যারি স্কুলে পড়াশোনা।

 ‘খট্টা মিঠা’ ছবিতে ‘আইলা রে আইলা’ গানে প্রথম বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। 

বিবেক ওবেরয়, আফতাব শিবদাসানি, রীতেশ দেশমুখ অভিনীত ছবি ‘গ্র্যান্ড মস্তি’তে নায়িকার ভূমিকায় অভিনয় করেন কায়নাত

হিন্দি ছবির পাশাপাশি মালয়ালম, তেলুগু এবং পঞ্জাবি ছবিতেও অভিনয় করেছেন কায়নত।

কায়নাত অভিনয়ের পাশাপাশি ভালোবাসেন মডেলিং-ও।