Hindustan Times
Bangla

ভালোবাসার শহরে পঞ্চাশে পা করিশ্মার, দেখুন তাঁর চোখ দিয়ে প্যারিস

এ বছরের জন্মদিন প্যারিসে কাটালেন অভিনেত্রী করিশ্মা কাপুর।

পঞ্চাশে পা দিয়েছেন অভিনেত্রী। পানীয়, নানা রকম খাবারে মজে ছিলেন বলিউডের নব্বইয়ের দশকের নায়িকা।

প্যারিসে আইফেল টাওয়ারের নীচে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী

প্যারিসে কাটানো সন্ধ্যেগুলি চুটিয়ে উপভোগ করছেন বলি ডিভা

আবার কখনও বার্গারে কামড় বসাতে দেখা যায় তাঁকে।

চকলেট কেক মুখে  সাজিয়ে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী

পাতে সাজানো খাবারের ঝলক শেয়ার করেছেন করিশ্মা

প্যারিসে রাজপথে ঘুরে বেড়ানোর ঝলক শেয়ার করেছেন করিশ্মা