By Priyanka Bose
Published 30 May, 2023

Hindustan Times
Bangla

কালো আউটফিটে 'বস লেডি' কৃতি, নায়িকার ছবি দেখে হাঁ নেটপাড়া

কালো আউটফিটে নতুন ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী কৃতি শ্যানন

কালো ব্রালেট, প্যান্ট এবং ব্লেজারে একেবারে বস লেডি অবতারে ধরা দিয়েছেন অভিনেত্রী

পোশাকের সঙ্গে অলঙ্কার হিসেবে গলায় শুধুমাত্র একটি চেন পরেছেন অভিনেত্রী

কৃতির এই লুক বেশ পছন্দ করেছেন নেটিজেনরা

 আগামীতে ‘আদিপুরুষ’ ছবিতে সীতার ভূমিকায় দেখা যাবে কৃতিকে

এই ছবির মাধ্যমে প্রথমবার প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী।

সদ্য় মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’-এর 'রাম সিয়া রাম' গানটি। যেখানে রাম ও জানকির প্রেম-বিরহের গাথা উঠে এসেছে।

হিন্দি, তেলুগু, তামিল, মালায়লাম এবং কন্নড় ভাষায় ২০২৩ সালের ১৬ জুন মুক্তি পাবে ‘আদিপুরুষ’।