Hindustan Times
Bangla

সৌন্দর্যকে ধরে রাখতে ঘুমের আগে এই কাজটি করতেন মীনা কুমারী

বলিউডের ট্র্যাডিজি কুইন বলা হয় অভিনেত্রী মীনা কুমারীকে। বলিষ্ঠ অভিনয় এবং সৌন্দর্যের জন্য চর্চায় থাকতেন অভিনেত্রী

মীনা কুমারীর সৌন্দর্য আজও উদাহরণস্বরূপ হিসেবে উঠে আসে। অভিনেত্রী উজ্জ্বল ত্বকে একটা আলাদাই যেন জ্যোতি ছিল

মীনা কুমারীর সৌন্দর্যের এক অনন্য রহস্য ছিল। অভিনেত্রীর মৃত্যুর পর কামাল আরোহি বলেছিলেন, অভিনেত্রীর বিষয় একটা জিনিস অনেকেরই অজানা। 

মীনা কুমারীর মুখে কখনও কোনও দাগ ছিল না। তাঁর ত্বক প্রচণ্ড উজ্জ্বল ছিল। অভিনেত্রীর সৌন্দর্যের রহস্য কী জানেন?

মীনা কুমারীর অত্যন্ত পছন্দের ছিল লাল গোলাপ। খোপায় গোলাপ গুঁজতে ভালোবাসতেন তিনি। ফুলের গন্ধও অত্যন্ত প্রিয় ছিল নায়িকার

ঘুমানোর আগে বালিশের নীচে গোলাপের পাঁপড়ি রাখতেন মীনা কুমারী। অভিনেত্রী বিশ্বাস করতেন, এর সুগন্ধীতে ভালো ঘুম হবে তাঁর

অভিনেত্রী তাঁর চারপাশে গোলাপের ঘ্রাণ পছন্দ করতেন। এই কারণে তাঁর ভালো ঘুম হত এবং  ত্বকের উজ্জ্বলতা বজায় থাকত

কখনও কখনও গোলাপের পরিবর্তে বালিশের নীচে মোগরা ফুল রাখতেন অভিনেত্রী। সুগন্ধীর পরিবর্তন করতেন। এই ফুলের গন্ধ দুর্দান্ত। 

চিকিৎসা বিজ্ঞানের মতে, ফুলের গন্ধ সবচেয়ে ভালো ঘুম আনে। এটি মনকে চাপমুক্ত রাখে। যে কারণে ভালো ঘুমের সঙ্গে সঙ্গে ত্বকে উজ্জ্বল্যতা আসে।

গোলাপ জল দিয়ে মুখ ধুতেন মীনা কুমারী। গোলাপ জল দিয়ে মুখ ধুলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। ত্বকে ব্রণের সমস্যা কমে যায়।