Hindustan Times
Bangla

মোটিফ, মুক্তোর তৈরি গলার হার, ট্রেন্ডিংয়ে মৌনির পরা এই সব নেকপিস

বাংলার কোচবিহারের মেয়ে মৌনি রায় বলিউডে গিয়ে নিজের নাম করেছেন

মৌনির ফ্য়াশন, আউটফিট থেকে জুয়েলারি সব কিছুই থাকে ট্রেন্ডিংয়ে

টেম্পল জুয়েলারি এখন বেশ জনপ্রিয়।

লেহেঙ্গার সঙ্গে গলায় মোটা চোকার জুয়েলারি পরেছেন তিনি

জড়োয়া ও কুন্দনের সেট নিমেষে রাজকন্যার লুক নিয়ে আসবে

গয়নার মোটিফ এবং মুক্তোর তৈরি এই গলার হার স্নিগ্ধ সাজের জন্য একেবারে উপযুক্ত

দুই স্তরের পোল্কি সেট আপনার সাজে যোগ করবে আভিজাত্য