By Priyanka Bose
Published May 4, 2023

Hindustan Times
Bangla

গরমে হালকা ফ্য়াশন, ট্রাই করতে পারেন ম্রুণালের মতো আউটফিট

নতুন ফটোশ্যুটে লাস্যময়ী অবতারে ধরা দিয়েছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর

ক্রিম রঙের ডিপ নেক ক্রপ টপ এবং প্যান্টের সঙ্গে  শ্রাগ পরে ফটোশ্যুটে ধরা দিয়েছেন অভিনেত্রী 

ম্রুণালের এই সামার ফ্য়াশন আউটফিট মনে ধরেছে নেটিজেনদের

ফটোশ্যুটে নো মেকআপ লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী

২০১২ সালে টিভি শো ‘মুজসে কুছ কেহতি...ইয়ে খামোশিয়াঁ’ দিয়ে ম্রুণাল ঠাকুর তাঁর অভিনয় জীবন শুরু করেন

পরে ‘কুমকুম ভাগ্য’র মাধ্যমে পরিচিতি পেতে শুরু করেন। ২০১৮ সালে ‘লাভ সোনিয়া’র হাত ধরে বলিউডে পা রাখেন

‘সুপার 30’, ‘বাটলা হাউস’ এবং ‘ধামাকা’-র মতো ছবিতে অভিনয় করেছেন।  কাজ করেছেন মারাঠি এবং তেলুগু ছবিতেও

এই গরমে হালকা পোশাকে ফ্য়াশনেবল লুকে ধরা দিচ্ছেন অভিনেত্রী