By Priyanka Bose
Published 26 May, 2023

Hindustan Times
Bangla

শরীর থেকে চুঁইয়ে পড়ছে গ্ল্যামার, রামগোপালের ছবির অভিনেত্রী পূজার সেরা ১০ ছবি

ভারতীয় অভিনেত্রী এবং মার্শাল আর্টিস্ট পূজা ভালেকার। সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় তিনি

রাম গোপা ভার্মার 'লাডকি'তে অভিনয় করেছেন পূজা।

সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রীকে স্কিম্পি পোশাক এবং বিকিনিতে তাঁর সেক্সি ফিট ফিগার ফ্লান্ট করতে দেখা গিয়েছে।

সাহসী লুকে ক্যামেরার সামনে আসতে কখনও দ্বিধাবোধ করেন না তিনি

অভিনয় এবং মার্শাল আর্টের পাশাপাশি নিজের বোল্ড অবতারের জন্যও বিখ্যাত অভিনেত্রী

পূজার নিজের একটি ওয়েবসাইটও রয়েছে 

মার্শাল আর্টে দক্ষ অভিনেত্রী পূজা ভালেকর তার সৌন্দর্য এবং ফ্যাশন সেন্সে নজর কেড়েছেন নেট দুনিয়ার