Hindustan Times
Bangla

ছেলেকে সঙ্গে নিয়ে ছুটিতে, কেমন কাটছে রচনার ইউরোপ ট্রিপ? দেখুন ছবি

অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলায় যেন সরষে ফুল।

ঘুরতে বেজায় ভালোবাসেন রচনা। সময় পেলেই বেড়িয়ে পড়েন দেশ-বিদেশে ট্রিপে। 

ছেলে এবং বন্ধুদের সঙ্গে ইউরোপে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী

ছেলের সঙ্গে একাধিক সেলফিও শেয়ার করেছেন রচনা

ঠান্ডার দেশে মা-ছেলে দুজনেই গরম পোশাক পরে  দেখা গিয়েছে

বোসনিয়া এবং হারগেনগোভিনজা শহরের কোণা কোণা ঘুরে বেরিয়েছেন অভিনেত্রী

লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত থেকে দূরে একটু নিজের মতো করে সময় কাটাতে দেখা গেল রচনাকে

 কয়েকদিন আগেই পায়ে চোট পেয়েছিলেন অভিনেত্রী

তবে চোট নিয়েই শ্যুটিং চালিয়ে গিয়েছিলেন টলি সুন্দরী

বন্ধু এবং ছেলের সঙ্গে রচনা, 'দিদি নম্বর ১'-এর সঞ্চালিকার ছবি দেখে মুগ্ধ নেটপাড়া