Hindustan Times
Bangla

নিজের হাতে পুজোর কাজ করালেন, রূপসার বাড়ির লক্ষ্মীপুজোর ছবি দেখলে মন ভরে যাবে

বাড়িতে নিজের হাতে লক্ষ্মী পুজোর আয়োজন করলেন অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়

লাল পাড় সাদা শাড়ি, লাল ব্লাউজ পরে লক্ষ্মী পুজোর সাজে অভিনেত্রী

শাড়ির সঙ্গে এ দিন গা ভর্তি গয়না পরে অপরূপা সাজে রূপসা

বাড়ির ঠাকুরের ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘এসো মা লক্ষ্মী বসো ঘরে... আমার এই ঘরে থাকো আলো করে...’

আরও লিখেছেন, ‘কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা সকলকে’

বাড়ির পুজোর আয়োজনে নিজের হাতে সিন্নি মাখা থেকে শাঁখ বাজানো সবেই হাত লাগিয়েছেন রূপসা