Hindustan Times
Bangla

বলিউডের নতুন আকর্ষণ! কফি রঙের গাউনে সিজলিং হট ফটোশ্যুট শোভিতার

‘দ্য নাইট ম্যানেজার’ খ্যাত অভিনেত্রী শোভিতা ধুলিপালা। লেটেস্ট ফটোশ্যুটে হট লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী।

বলিউডের নতুন গ্ল্যামার ক্যুইন শোভিতা ধুলিপালা! যে পোশাকই পরেন তাতেই যেন আগুন ধরান অভিনেত্রী।

নতুন ফটোশ্যুটে আবেদনময়ী লুকে পারদ চড়ালেন শোভিতা।

কফি রঙের এই গাউনে শোভিতার শরীরের কার্ভ স্পষ্ট।

ফটোশ্যুটে শরীরী হিল্লোলে মাত অভিনেত্রীর।

পোশাকের সঙ্গে মানানসই মেকআপ এবং স্টেটমেন্ট রিং পরেছেন অভিনেত্রী

'নাইট ম্যানেজের ২'-এর প্রচারে এই লুকে দেখা মেলে শোভিতার

ফ্য়াশন এবং স্টাইলিংয়ের ক্ষেত্রে বরাবরই ভক্তদের মুগ্ধ করেন অভিনেত্রী। কালাকান্ডি, ঘোস্ট স্টোরিজ, কুরূপ-এর মতো ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন শোভিতা।