By Priyanka Bose
Published 22 Dec, 2023
Hindustan Times
Bangla
'কাবুলিওয়ালা' মিঠুনের সঙ্গে সোহিনী, শ্যুটিংয়ের অদেখা ছবি শেয়ার করলেন মিনির মা
ক্রিসমাসের আবহে মুক্তি পেল সুমন ঘোষ পরিচালিত ছবি 'কাবুলিওয়ালা'
'কাবুলিওয়ালা' মিঠুন এবং সিনেমার অন্যান্য সদস্যসের সঙ্গে এ দিন সোশ্যাল মিডিয়ার পাতায় ছবি শেয়ার করেছেন অভিনেত্রী সোহিনী সরকার
ছবিতে মিনির ভূমিকায় অনুমেঘা কাহালিকে নিয়েও সেলফি পোস্ট করেছেন সোহিনী
সহ অভিনেতাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত এককথায় জানিয়েছেন সোহিনী
পরিচালক সুমন ঘোষের নির্দেশনায় কাজ করাও আর্শীর্বাদের মতো পোস্টে লিখেছেন অভিনেত্রী
ছবিতে মিনির মা স্নেহলতার চরিত্রে রয়েছেন সোহিনী সরকার। আর মিনির বাবা অর্থাৎ অরবিন্দের ভূমিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায়।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন