By Priyanka Bose
Published May 23, 2023
Hindustan Times
Bangla
রূপে টেক্কা দেন বোন শ্রাবন্তীকে, তাঁর দিদি স্মিতা কী করেন জানেন
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দিদিকে চেনেন? রূপের দিক থেকে বোনের থেকে কিছু কম নন শ্রাবন্তীর দিদি স্মিতা চট্টোপাধ্যায়।
বোন শ্রাবন্তীর মতোই তাঁর দিদিও একসময় অভিনয়ে আসেন। কিন্তু শ্রাবন্তী যতটা সাফল্য পেয়েছেন তার ছিটেফোঁটাও আসেনি স্মিতার ঝুলিতে।
অল্প দিনের অভিনয় জীবনে ‘শপথ’, ‘পরবাস’এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন স্মিতা।
পেশাগত জীবনে বোনের মতো সাফল্যের মুখ দেখেননি স্মিতা।
২০১৬ সালে অভিনেতা সুজয় ঘোষকে বিয়ে করে নেন তিনি।
এক দশকের বেশি সময় ধরে টলিউডে একাধিক ছবিতে কাজ করেছেন সুজয় ঘোষ। 'মজনু', ১০০% লাভ'-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।
কিছু বাংলা ছবিতে নায়কের বন্ধুর চরিত্রে অভিনয় করেন সুজয়। তবে এখন ক্যামেরা থেকে দূরে স্মিতা এবং সুজয়।
এক পুত্র সন্তানকে নিয়ে সুখী গৃহকোণ স্মিতা এবং সুজয়ের।
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কাছের মানুষদের মধ্যে অন্যতম তাঁর দিদি। জীবনের ওঠাপড়ায় শ্রাবন্তী পাশে পেয়েছেন দিদি স্মিতাকে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন