By Priyanka Bose
Published 1 Jun, 2023

Hindustan Times
Bangla

মহাকালের মন্দিরে পুজো দিলেন তনুশ্রী, কেন তাঁকে 'যোগিনী' বললেন সোহিনী

উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দিয়ে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী

টুকটুকে লাল শাড়ি এবং ব্লাউজ পরে মন্দিরে পুজো দিয়েছেন অভিনেত্রী

কপাল ভর্তি হলুদ রঙ লাল ত্রিশূলের টিকা, মন্দিরে পুজো দেওয়ার সময় এ যেন একেবারে অন্য তনুশ্রী

বেশ কিছু দিন ধরেই মধ্যপ্রদেশে ভোপালে রয়েছেন অভিনেত্রী। সেখান  থেকেই নানা ছবি শেয়ার করছেন

উজ্জয়িনী মন্দির চত্বরে তনুশ্রী, পুরোহিতের সঙ্গে এই ছবি শেয়ার করেছেন

তনুশ্রীর ছবিতে অভিনেত্রী সোহিনী চক্রবর্তী কমেন্ট করেছেন, 'যোগিনী'।

এক অনুরাগী কমেন্টে লিখেছেন, 'ভগবান আপনার মনোবাসনা পূর্ণ করুন'

মহাকালের মন্দির থেকে তনুশ্রীর ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।