By Priyanka Bose
Published 29 May, 2023

Hindustan Times
Bangla

স্বপ্ন দেখতেন IAS অফিসার হওয়ার, কতদূর পড়াশোনা করেছেন উর্বশী

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা কোনও না কোনও কারণে চর্চায় থাকেন সোশ্যাল মিডিয়ায়।

জানেন কতদূর পড়াশোনা করেছেন এই ভারতীয় সুন্দরী?

উত্তরাখণ্ডের কোটদ্বারের ডিএভি স্কুল থেকে স্কুলিং করেছেন উর্বশী। উচ্চমাধ্যমিক পাশ করার পর নয়াদিল্লিতে গার্গী কলেজে স্নাতক কোর্সের জন্য় ভর্তি হন।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ক্লাস ১২-এ ৯৭% নম্বর নিয়ে পাশ করেছেন উর্বশী। প্রথমে ইঞ্জিনিয়ারিং পড়তে চেয়েছিলেন অভিনেত্রী।

আইআইটি প্রবেশিকা পরীক্ষার জন্য পড়াশোনার প্রস্তুতিও নিয়েছিলেন, যা দেশের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি।

এক সাক্ষাৎকারে উর্বশী জানিয়েছিলেন, অভিনেত্রী নয় তিনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার বা IAS অফিসার হতে চেয়েছিলেন। 

জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতায়ও অংশ নিতেন উর্বশী। বলিউডে ডেবিউয়ের আগে উর্বশী নিউইয়র্ক ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন।

২০১১ সালে 'মিস ট্যুরিজম কুইন অফ দ্য ইয়ার' এবং 'মিস এশিয়ান সুপার মডেল'-এর খেতাব জিতেছিলেন উর্বশী। 

২০১৫ সালে 'মিস ডিভা' এবং 'মিস ইউনিভার্স ইন্ডিয়া' খেতাবও পেয়েছেন এই সুপার মডেল-অভিনেত্রী