Hindustan Times
Bangla

চলতি বছরের সেপ্টেম্বরে সাতপাকে বাঁধা পড়েন অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থ। সামনে এল তাঁদের প্রি-ওয়েডিং ফটোশুটের অদেখা ছবি।

একে অপরের চোখে চোখ রেখে অদিতি-সিদ্ধার্থ।

রাজস্থানে এই প্রি-ওয়েডিং ফটোশ্যুট করেছিলেন অদিতি ও সিদ্ধার্থ।

রাজস্থানের ২৩৩ বছরের পুরনো আলিলা দুর্গে বসেছিল অদিতি-সিদ্ধার্থের বিয়ের আসর। যে দুর্গে দাঁড়ালেই চোখ টানে আরাবল্লী পাহাড়ের সৌন্দর্য।

ছবিগুলি পোস্ট করে সিদ্ধার্থ ক্যাপশানে লিখেছেন, ‘..এবং আমি আমিই হব...আমার হাত ধর আমার ভালবাসা...এবং বাকিটা আমরা দেখব- আদু-সিদ্ধু (লাল হৃদয়ের ইমোজি)। তোমাকে ধন্যবাদ এবং অনেক ভালবাসা।’

গত ১৬ সেপ্টেম্বর ঘরোয়া ভাবে বিয়ে সেরেছিলেন এই দুই তারকা। উপস্থিত ছিলেন শুধু দুই পরিবারের সদস্যেরা। ৪০০ বছরের পুরনো শ্রী রঙ্গনায়িকা স্বামী মন্দিরে বিয়ে হয়েছিল তাঁদের।

জানা যায়, অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ ২০২১ সালে মহাসমুদ্রম ছবির সেটে একে অপরের প্রেমে পড়েন।

অদিতি রাও হায়দারিকে শেষবার দেখা গিয়েছিল Netflix সিরিজ হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার-এ। সিদ্ধার্থের সাম্প্রতিক বড় পর্দার ইন্ডিয়ান ২ ছবিতে দেখা গিয়েছিল।

এই ফটোশ্যুটে অদিতি রাও হায়দারি একটি হাতে বোনা মহেশ্বরী টিস্যু লেহেঙ্গা ও বেনারসি দোপাট্টায় দেখা গিয়েছে। 

ফটোশ্যুটে সিদ্ধার্থকে সিল্কের কুর্তা ও হাতে বোনা ধুতিতে দেখা গিয়েছে।