By Sanket Dhar
Published 2 Sep, 2023
Hindustan Times
Bangla
Aditya L1 launch: সূর্যের দিকে পাড়ি দিল আদিত্য এল ১, কী কী দায়িত্ব তার উপর
সফল ভাবে পিএসএসভি রকেটে করে মহাকাশে পাড়ি দিল ভারতের প্রথম সৌরযান আদিত্য এল ১। আজ সকাল ১১ টা ৫০ মিনিটে রওনা দেয় আদিত্য এল ১।
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছে এই সৌরযান। পাড়ি দেবে ১৫ লাখ কিলোমিটার পথ।
মহাকাশে পিএসএলভি রকেট থেকে আলাদা হয় আদিত্য এল১ স্যাটেলাইটটি। এখন এটি পৃথিবীকে প্রদক্ষিণ করবে।
১৪৮০ কেজি ওজনের মহাকাশযানকে উৎক্ষেপণ করার পর সফল ভাবে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ইসরো।
প্রাথমিক ভাবে পৃথিবীকে ২৩৫ কিমি X ১৯,৫০০ কিমি ডিম্বাকার কক্ষপথে প্রদক্ষিণ করবে আদিত্য এল১। এরপর ধীরে ধীরে কক্ষপথ বদলাবে সেটি।
কক্ষপথ বদলে নিজের গন্তব্য ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এর দিকে এগিয়ে যাবে। প্রায় ৪ মাস সময় লাগবে গন্তব্যে পৌঁছতে।
পৃথিবী থেকে এই স্থান ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে। এখান থেকে সূর্যের নানান তথ্য সংগ্রহ করা সম্ভব হবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন