Hindustan Times
Bangla

অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মত জিম্বাবোয়েতেও চলছে বক্সিং ডে টেস্ট। 

বুলাওয়ের বক্সিং ডে টেস্ট জিম্বাবোয়ের মুখোমুখি হয়েছে আফগানিস্তান।

১৫ বছরে টেস্ট ক্রিকেটে এই প্রথম এমন ঘটনা ঘটল। 

তৃতীয় দিনের খেলা শুরুর সময় আফগানিস্তানের স্কোর ছিল ৯৫/২ রান। 

এরপর শনিবারের শেষে আফগানদের স্কোর হয়েছে ৪২৫/২ রান। 

তৃতীয় দিনের শেষে এই টেস্টে একটি ডবল সেঞ্চুরি সহ মোট পাঁচজন সেঞ্চুরি করেছেন। 

তিন দিনে পড়েছে মোট ১২টি উইকেট, রান উঠেছে ১০১১ রান। 

জিম্বাবোয়ে প্রথম ইনিংসে করে ৫৮৬ রান করেছিল জবাবে তৃতীয় দিনের শেষে আফগানিস্তানের স্কোর ৪২৫/২ রান।

শনিবার ডবল সেঞ্চুরি হাঁকালেন আফগানিস্তানের ব্যাটার রহমত শাহ। 

শনিবার ডবল সেঞ্চুরি হাঁকালেন আফগানিস্তানের ব্যাটার রহমত শাহ।