Hindustan Times
Bangla

মণিপুরে হিংসার জেরে ঘর ছেড়ে স্থানান্তরিত ১৪ হাজার স্কুল পড়ুয়া! জানাল কেন্দ্র

জাতি হিংসায় বিধ্বস্ত মণিপুকে ১৪ হাজার স্কুল পড়ুয়া  ঘর ছেড়ে স্থানান্তরিত হয়েছে। একথা জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।

এখন ৯৩ শতাংশের বেশি শিশুকে স্থানীয়  স্কুলগুলিতে ভর্তি করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী অন্নপূর্ণাদেবী এদিন লিখিতভাবে একথা জানান সংসদে।

কেন্দ্রের তরফে শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী জানান, স্থানান্তরি হওয়া স্কুল পড়ুয়াদের ভর্তির প্রক্রিয়া দেখভাল করছেন ত্রাণ শিবিরে থাকা এক একজন নোডাল অফিসার।

উল্লেখ্য, মণিপুরে জাতি দাঙ্গায় নিহতের সংখ্যা শতাধিক। গত ৩ মে থেকে সেখানে ব্যাপকভাবে ছড়িয়েছে দাঙ্গার আগুন।

কেন্দ্র জানিয়েছে,' ৯৩. ৫ শতাংশ পড়ুয়াকে কাছের স্কুলে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।'

উল্লেখ্য ৩ মে  'ট্রাইব সলিডারিটি মার্চ' ঘিরে মণিপুরে দাঙ্গার আগুন জ্বলতে থাকে।

মণিপুরের ঘটনা ঘিরে ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে স্মারক লিপি জমা দিয়ে তাঁর হস্তক্ষেপ দাবি করেছেন INDIA জোটের প্রতিনিধিরা। মণিপুর ইস্যুতে ঝড় উঠেছে সংসদেও।