Hindustan Times
Bangla

দেখতে যেন হুবহু ঐশ্বর্য, রাই সুন্দরীর সঙ্গে মুখের মিল রয়েছে এই ৬ নারীর

বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। যাঁর রূপের জাদুতে মুগ্ধ আট থেকে আশি।

 মিস ওয়ার্ল্ডের মঞ্চ হোক কিংবা অভিনয় কেরিয়ার, সবেতেই শীর্ষে রাই সুন্দরী।

জানেন কী, এই দুনিয়ায় ঐশ্বর্যের মতো দেখতে মহিলা রয়েছেন। চেনেন তাঁদের?

আমনা ইমরান- সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় আমনা ইমরান। এই পাকিস্তানি সুন্দরীর সঙ্গে ঐশ্বর্যের মুখের মিল রীতিমতো অবাক করে সকলকে। মেডিক্যাল প্রফেশনাল আমনা।

মুজ অমৃতা- সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় অমুজ অমৃতা। এককথায় তাঁকে সোশ্যাল মিডিয়া স্টার বলা যায়। 

মানসী নায়েক- এক মরাঠি অভিনেত্রীর ছবি, যার সঙ্গে ঐশ্বর্যর মুখের মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। ঠিক যেন ঐশ্বর্য রাই বচ্চনের 'হামসকল' অভিনেত্রী মানসী। 

স্নেহা উল্লাল- অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চনের সঙ্গে বারবারই তুলনা করা হয় অভিনেত্রী স্নেহা উল্লালকে। ২০০৫ সালে সলমন খানের হাত ধরে বলিউডে পা রাখেন স্নেহা। তাঁর প্রথম ছবি ‘লাকি নো টাইম ফর লাভ’। 

মাহলাঘা জাবেরি- ইরানের মডেল মাহলাঘা জাবেরি। তাঁর চোখের মণির রঙ ধূসর। নেটিজেনের মন্তব্য তাঁকে দেখতে যেন হুবহু ঐশ্বর্য।

আশিতা রাঠোর- ইন্দোরের বাসিন্দা আশিতা। সোশ্যাল মিডিয়া স্টার তিনি। আশিতার মুখের সঙ্গে ঐশ্বর্যের মুখের মিল খুঁজে পান নেটিজেনরা।