By Priyanka Bose
Published 29 Apr, 2023

Hindustan Times
Bangla

স্থাপত্য শিল্প নিয়ে কলেজে ভর্তি হন, কতদূর পড়াশোনা করেছেন ঐশ্বর্য

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। তাঁর রূপে এবং গুণে মুগ্ধ আসমুদ্র হিমাচল।

অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন ১৯৭৩ সালের ১ নভেম্বর কর্ণাটকের তুলু ভাষী এক পরিবারে  জন্মগ্রহণ করেন।

কেরিয়ারে উন্নতির শিখরে এই বলি ডিভা। ছোট থেকেই পড়াশোনায়ও তুখোড় ছিলেন। কত দূর পড়াশোনা করেছেন ঐশ্বর্য? 

 ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরী খেতাব জেতেন ঐশ্বর্য।

স্কুলের শিক্ষা শেষ করে ছোটবেলায় বাবা-মায়ের সঙ্গে মুম্বইয়ে চলে আসেন ঐশ্বর্য এবং সান্তা ক্রুজের আর্য বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। 

এরপর চার্চ গেটের জয় হিন্দ কলেজে পড়াশোনা করেন ঐশ্বর্য। মুম্বইয়ের এই কলেজে পড়াশোনা করার সময় মডেলিং ও সিনেমার দুনিয়ায় নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি।

কেরিয়ারের জন্য পড়াশোনা থেকে সরতে হয়েছিল অভিনেত্রীকে। তবে পড়াশোনা নিয়ে যথেষ্ট আগ্ৰহ ছিল তাঁর।

কলেজে স্থাপত্য শিল্প নিয়ে পড়াশোনা শুরু করলেও তা শেষ করে উঠতে পারেননি অভিনেত্রী।