Hindustan Times
Bangla

আর কদিন পরেই শারদীয়া নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে। এই সময় বাড়িতে অখণ্ড জ্যোতি জ্বালানো উচিত। কেন জেনে নিন। 

এই বছর শারদীয় নবরাত্রি ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে। এই সময় দেবী দুর্গার বিভিন্ন রূপের পুজো হয়। 

এই সময় অনেক বাড়িতেই ঘট স্থাপন করা হয়। একই সঙ্গে অনেকেই বাইতে অখণ্ড জ্যোতি জ্বালান। 

অখণ্ড জ্যোতির অর্থ হচ্ছে এটা একবার জ্বালালে এটা নিভতে দেওয়া যাবে না। প্রতিপদ থেকে দশমী পর্যন্ত জ্বলবে এই দীপ। 

বাড়িতে এই সময় অখণ্ড জ্যোতি জ্বালালে আর্থিক লাভ হয়। 

দীপ এমন জ্বালাবেন যাতে বেশ কিছুটা দূর থেকে তার তাপ পাওয়া যায়। 

অন্য প্রদীপ দিয়ে অখণ্ড জ্যোতি জ্বালাবেন না। 

এই সময় দেবী দুর্গার সময় অখণ্ড দীপ জ্বালালে দেবীর কৃপা পাওয়া যায়। 

স্বাস্থ্য ভালো রাখে এই দীপ।