By Sanket Dhar
Published 17 Sep, 2023

Hindustan Times
Bangla

হজমে ঝামেলা হতে পারে মদ্যপানে, আর কী কী রোগের ঝুঁকি রয়েছে জেনে নিন

অনেকেরই নিয়মিত মদ্যপানের অভ্যাস রয়েছে। রোজ মদ খেলে কী হতে পারে জেনে নিন বিশদে।

মদ হজমতন্ত্রের উপর প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের কথায়, নিয়মিত মদ খেলে হজমের সমস্যা হতে পারে।

মদ্যপানের কারণে স্মৃতিশক্তি নষ্ট হতে পারে। এমনকি ভুলে যাওয়ার প্রবণতা বেড়ে যায়।

মদ্যপান সরাসরি লিভারে প্রভাব ফেলে। বিজ্ঞানীদের কথায়, এতে লিভারের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটে।

হৃৎপিণ্ডের স্পন্দনেও প্রভাব ফেলতে পারে মদ খাওয়া। জটিল হার্টের সমস্যা দেখা দিতে পারে যেকোনও সময়।

এর পাশাপাশি কিডনির উপরেও প্রভাব ফেলে মদ। কিডনির স্বাভাবিক কাজ করার ক্ষমতা কমে যেতে থাকে দিন দিন।