By Priyanka Bose
Published 7 Aug, 2023
Hindustan Times
Bangla
'রকি অউর রানি'র ব্রাইডাল ফটোশ্যুট, ঝলমল করছেন মণীশের ডিজাইনার পোশাকে
'রকি অউর রানি কি প্রেম কাহানি' থেকে রণবীর সিং এবং আলিয়া ভাটের ওয়েডিং নম্বর কুদময়ী -তে এই লুকে দেখা গিয়েছে।
ফ্য়াশন ডিজাইনার মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকে সিনেমায় জমকালো লুকে ধরা দিয়েছেন এই জুটি
আলিয়াকে কমলা রঙের ভারী কাজের লেহেঙ্গা পরে দেখা মিলেছে, মাথায় ওড়না, গা ভর্তি ভারী গয়না
রণবীর সিংয়ের পরনে গোল্ডেন ঝলমলে শেরওয়ানি এবং মাথায় ম্যাচিং করা পাগড়ি, আনুষাঙ্গিক অলঙ্কার
রণবীর এবং আলিয়ার ছবিতে মুগ্ধ নেটপাড়া
কুদময়ীর সুর করেছেন প্রীতম এবং লিখেছেন অমিতাভ ভট্টাচার্য এবং গেয়েছেন শহিদ মালিয়া।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন