Hindustan Times
Bangla

রাহা কেমন আনন্দ করেছে জামনগরে, মেয়ের সঙ্গে টুকরো মুহূর্ত ভাগ করে নিলেন আলিয়া

জামনগর থেকে মেয়ে রাহার সঙ্গে প্রথম ছবি শেয়ার করলেন অভিনেত্রী আলিয়া ভাট। ছোট্ট রাহা মায়ের কোলে খিলখিল করে হাসছে। মায়ের সঙ্গে মিলিয়ে পোশাক পরেছে খুদে।

এ দিন স্বামী রণবীর কাপুর, ননদ করিনা কাপুর খানের সঙ্গেও একাধিক ছবি শেয়ার করেছেন আলিয়া।

তিন দিন ধরে জামনগরে চলেছে অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান। সেখানে বর-মেয়ের সঙ্গে হাজির হয়েছিলেন আলিয়াও।

অনুষ্ঠানের তিন দিন জমকালো বেশে ধরা দিয়েছেন আলিয়া। ননদ করিনার সঙ্গেও মেকআপের সময়ের এবং নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন তিনি।

আম্বানিদের অনুষ্ঠানে একফ্রেমে আলিয়া-করিনা।

অনুষ্ঠানের তৃতীয় দিন আইভরি রঙের ভারি কাজের লেহেঙ্গা পরেছেন আলিয়া। অভিনেত্রীকে দেখে চোখ ধাঁধিয়েছে নেটিজেনদের।