Hindustan Times
Bangla

আমন্ড মুখে লাগালে পাওয়া যায় চমৎকারী উপকার! শুধু মানুন কিছু বিশেষ নিয়ম

আমন্ড প্রোটিনে পরিপূর্ণ। এই বাদামের স্বাস্থ্য উপকারিতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে জানেন কি, ত্বকের জন্যও ভীষণ গুরুত্বপূর্ণ আমন্ড। 

আমন্ডের মধ্যে ভিটামিন ই রয়েছে, যা দেহে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ত্বকের অকাল বার্ধক্যকে প্রতিরোধ করে। এই বাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, যা ত্বকের টেক্সচার উন্নত করে। 

ত্বককে হাইড্রেটেড রাখতেও সাহায্য করে আমন্ড। চলুন দেখে নেওয়া যাক, মুখে আন্ড লাগাবেন কীভাবে। 

বিশেষজ্ঞেরা বলছেন, আমন্ডের ফেসপ্যাক ত্বকের জন্য দারুণ উপকারী। তাই খাওয়ার পাশাপাশি, মুখে লাগানোর অভ্যেসও তৈরি করুন।

আমন্ডের ফেসব্যাক বানাতে, ৬-৭টা আমন্ড সারারাত জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে আমন্ডের খোসা ছাড়িয়ে নিন। 

 তারপর ওই আমন্ডে ৩ চামচ দুধ মিশিয়ে মসৃণ পেস্ট বানিয়ে নিন। এর সঙ্গে ১ চামচ ওটসের গুঁড়ো মেশান।

এরপর মুখ পরিষ্কার করে নিন। ত্বকের উপর এই ফেসপ্যাক লাগিয়ে নিন। মিনিট ২০ রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।  

 ভেজানো আমন্ডের সঙ্গে গোলাপ জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিতে পারেন। তার সঙ্গে মূলতানি মাটি মিশিয়ে নিলে, তা তৈলাক্ত ত্বকের জন্য উপকারী হয়ে ওঠে। 

মুখের দাগছোপ দূর করতে  ১ চামচ আমন্ডের পেস্টের সঙ্গে ১/৪ চামচ হলুদের গুঁড়ো ও ২ চামচ বেসন মিশিয়ে নিন। তারপর তাতে গোলাপ জল মেশান। এবার এই মিশ্রণটি মুখে ১৫ মিনিট লাগিয়ে নিন। জল দিয়ে ধুয়ে ফেলুন।