By Priyanka Mukherjee
Published May 19, 2023

Hindustan Times
Bangla

মালাবদলের পর কেঁদে ফেললেন মিষ্টি, জল মুছল রেমো!

শুক্রবার সাত পাকে বাঁধা পড়লেন টেলি অভিনেত্রী মিষ্টি সিং

পূর্ণতা পেল মিষ্টির ১৪ বছরের প্রেম, নার্সারি স্কুলের বন্ধুর গলায় মালা দিলেন 'আলতা ফড়িং' অভিনেত্রী

মালাবদলের পরেই মিষ্টির চোখে জল, রুমাল বার করে মুছে দিলেন রেমো, মুহূর্ত ফ্রেমবন্দি দেবচন্দ্রিমার ক্যামেরায়

কান্না প্রসঙ্গে বলতে গিয়ে মিষ্টি বলেন, 'খুব ইমোশ্যানাল মুহূর্ত ছিল, হয় এটা।' রেমো বললেন, 'এটাই মিষ্টি, ১৪ বছর এটাই করে এসেছে'

রেমোর হাতে সিঁদুর পরলেন পর্দার 'ভাদু'

নবদম্পতিকে এদিন আর্শীবাদ দিতে হাজির ছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়

 বর-কনের সঙ্গে নীল-তৃণা

টেলি দম্পতি রাহুল-প্রীতির সঙ্গে সদ্যবিবাহিতা মিষ্টি ও তাঁর স্বামী

টলিপাড়ার পরিচিত মুখ রেমো। প্রযোজনা সংস্থা রয়েছে তাঁর, সঙ্গে রিয়েল এস্টেটের ব্যবসা