Hindustan Times
Bangla

শুধু দেশেই নয়, দেখে নিন আম্বানিদের বিদেশ বিভুঁইয়ে থাকা কিছু চোখ ধাঁধানো সম্পতি

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান বর্তমানে ভারতের সবচেয়ে ধনীতম ব্যক্তি। আদানী কে ছাপিয়ে গিয়েছেন তিনি। ফোর্বস ২০২৩ এর সেরা ১০০জন ধনীর তালিকায় ১২তম স্থানে আছেন তিনি

সম্প্রতি আম্বানি তাঁর ম্যানহাটন ওয়েস্ট ভিলেজ অ্যাপার্টমেন্টটি ৯মিলিয়ন ডলারে বিক্রি করলেও দুবাই কিংবা ব্রিটেন যুক্তরাজ্যের সম্পতির এখনও মালিক তিনি

তাঁর বা তাঁর পরিবারের বিলাসবহুল জীবনযাপন বারবার উঠে আসে শিরোনামে। মুম্বইয়ের ‘অন্টিলিয়া’ নামক বিশাল এক বিলাসবহুল প্রাসাদে বসবাস করেন তাঁরা

২০২১ সালে বাকিং হামশায়ারের স্টোক পার্ক কান্ট্রি ক্লাবটি ৫৭মিলিয়ন ডলারে কেনেন। এটি একটি বিলাসবহুল ৩০০একরের সম্পত্তি, যেখানে আছে ৪৯টি বেডরুম, একটি গল্ফ কোর্স, টেনিস কোর্ট ও বাগান

নিউয়র্কের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেল টি আম্বানি ৯৮.১৫মিলিয়ন ডলারে কেনেন

পাম জুমেইরাহ বিচের ৮০মিলিয়ন ডলারের বিলাসবহুল বাড়িটি তিনি তাঁর ছোট ছেলে অনন্ত ও রাধিকাকে বিয়ের উপহার হিসাবে দিতে চলেছেন।