Hindustan Times
Bangla

বিয়ের পর প্রথম সিঁদুরখেলা, বিজয়া দশমীতে উদয়ের প্রেমের রঙে রঙিন অনামিকা

মা আসবেন ফের বছর ঘুরে, আরও একটা বছরের অপেক্ষা

লাল পাড় সাদা শাড়িতে এদিন মা-কে বরণ করে দিলেন অনামিকা

রীতিনীতি মেনে মা-কে বরণ করে মেতে উঠলেন সিঁদুর খেলায়, বিয়ের পর প্রথম পুজো একটু বেশিই স্পেশ্যাল

সারা বছর কাজের চাপ, পুজোর চারটে দিন পরিবারকে নিয়েই সময় কেটেছে নবদম্পতির, অষ্টমীর সাজে উদয়-অনামিকা

চলতি বছর ২৮শে জুন আইনি বিয়ে সারেন উদয়-অনামিকা, এই মুহূর্তে সান বাংলার ফাগুনের মোহনায় দেখা যাচ্ছে অনামিকাকে

অন্যদিকে জি বাংলার নিম ফুলের মধু-তে চয়নের চরিত্রে অভিনয় করছেন উদয়

পুজোর প্ল্যান শেয়ার করতে গিয়ে অনামিকা আগেই জানিয়েছিলেন, 'এবছর পুজোয় যেটা আমার সেরা পাওনা সেটা হল সিঁদুর খেলা। সকলের সঙ্গে ঠাকুর বরণ করব। এটার জন্য বেশ এক্সাইডেট।'

অবশেষে অনামিকার মনের ইচ্ছে পূরণ হল, উদয় অবাঙালি হলেও বাঙালি রীতিনীতি সাদরে মেনে চলেন তাঁরা