Hindustan Times
Bangla

শাহরুখ, সলমন থেকে অমিতাভরা হাজির  বিশেষ পার্টিতে, ৪ নম্বর ছবিটা মিস করবেন না যেন

প্রযোজক আনন্দ পণ্ডিতের ৬০ বছরের জন্মদিন পার্টিতে চাঁদের হাট।

মুম্বইয়ে জন্মদিন পার্টির বিশেষ আয়োজন করেছিলেন প্রযোজক।

শাহরুখ, সলমন, হৃতিক, কাজল, অমিতাভ, অভিষেক থেকে বলিউডের প্রচুর তারকা আমন্ত্রিত ছিলেন এই পার্টিতে।

আনন্দ পণ্ডিতের জন্মদিন পার্টিতে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন এবং জ্যাকি শ্রফ।

যোগ দেন অভিনেত্রী উর্বশী রাউতেলা।

যোগ দেন মনোজ বাজপেয়ী।

পার্টিতে দেখা মিলল নতুন জুটি রণদীপ হুডা এবং লিন  লায়াশরাম।

মল্লিকা শেরাওয়াত, সানি লিওন, তানিশা মুখার্জি, দিশা পারমার সহ আরও অনেক তারকা ব্যক্তিত্ব যোগ দিয়েছেন পার্টিতে।