Hindustan Times
Bangla

জামনগরে দ্বিতীয় দিনের অনুষ্ঠান কেমন হল, রইল আম্বানির বাড়ির অন্দরের টুকরো ছবি

জামনগরে ফাটিয়ে সেলিব্রেশন চলছে অনন্ত-রাধিকার প্রাক বিয়ের অনুষ্ঠানের। আম্বানিদের বাড়ি সেজে উঠেছে অনন্ত-রাধিকার প্রাক বিয়ের অনুষ্ঠানের জন্য।

দেশ-বিদেশের নামী-দামী ব্যক্তিরা যোগ দিয়েছেন আম্বানির কনিষ্ঠ পুত্রের বিয়ের অনুষ্ঠানে। ১ মার্চ থেকে জামনগরে শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান।

আয়োজনে কোনও খামতি রাখেনি আম্বানি পরিবার। বিশ্বের অন্যতম বিগ বাজেট প্রাক বিবাহ অনুষ্ঠানের সাক্ষী গুজরাটের জামনগর।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনেও চাঁদের হাট। এ দিন উপস্থিত অতিথিরা ‘দক্ষিণ এশিয়ার পোশাক’-এ সেজেছিলেন। সেলিব্রেশনে মন খুলে নেচেছেন সকলে। 

ভারতের উত্তর থেকে দক্ষিণ, আম্বানিদের বিয়ে বাড়িতে যোগ দিয়েছেন তাবড় তাবড় সেলিব্রিটিরা।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনেও বলিউড গানের সঙ্গে, পাশ্চাত্যের পাশাপাশি সংস্কৃতির ছোঁয়া ছিল।

জামনগরে গুজরাটি পরিবারের বিয়ে তো ‘গরবা’ আর ‘ডান্ডিয়া’ ছাড়া অসম্পূর্ণ। 

মঞ্চে নেচে ফাটিয়েছেন বলিউডের প্রথম সারির সেলেবরাও।

প্রসঙ্গত মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে হলেন অনন্ত। রাধিকা হলেন বীরেন মার্চেন্ট এবং শায়লা মার্চেন্টের মেয়ে।  

অনন্ত-রাধিকার বিয়ের চার মাস আগে তিন দিনব্যাপী এই প্রাক-বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

অনন্ত-রাধিকার বিয়ে হবে জুলাইতে।

তারকা খচিত অনুষ্ঠান জামনগরে।