By Priyanka Bose
Published May 9, 2023
Hindustan Times
Bangla
গোলাপি আউটফিটে লাস্যময়ী অনন্যা, হাতের সোনালি 'বালতি' ব্যাগের দাম শুনলে চমকে উঠবেন
HT India's Most Stylish 2023 অ্যাওয়ার্ড শোয়ে গোলাপি রঙের আউটফিটে হাজির অভিনেত্রী অনন্যা পান্ডে
এ দিন 'মোস্ট স্টাইলিশ ইউথ আইকন' অ্যাওয়ার্ড জেতেন চাঙ্কি পান্ডে কন্যা
ফুচিয়া গোলাপি ব্লেজার-সহ একরঙা পোশাক বেছে নিয়েছিলেন অনন্যা
তবে সবথেকে আকর্ষণী অভিনেত্রী হাতের ওই সোনালি রঙের বালতি ব্যাগ
অনন্যা পান্ডের সোনালি 'বাল্টি ব্যাগ' জুডিথ লিবার কউচারের তাক থেকে নেওয়া। ব্যাগটির নাম- Khloé's Pot Of Gold bag
এই ব্যাগের দাম কত জানেন?
Judith Leiber Couture-এর অফিসিয়্যাল ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, ওই ব্যাগের দাম ৪ লাখ ৯০ হাজার ৪৬৩ টাকা
অনন্যার হাতের সোনালি রঙের এই বালতি ব্যাগ নিয়ে তুমুল চর্চা চলছে নেটদুনিয়ায়
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন