Hindustan Times
Bangla

সময় সুযোগ পেলে বহু বলি তারকাকে প্রায়দিনই অমৃতসরের স্বর্ণমন্দির দর্শনে যেতে দেখা যায়।

সম্প্রতি পঞ্জাবের অমৃতসরে স্বর্ণমন্দির দর্শনে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে।

পরনে সুতির সাদা প্রিন্টেড সালোয়ার কামিজ, প্রথা মেনে গোলাপি ওড়নায় মাথা ঢেকে নিয়েছেন অনন্যা।

অমৃতসরের স্বর্ণমন্দির থেকে একাধিক ছবি পোস্ট করেছেন চাঙ্কি পাণ্ডে কন্যা।

অনন্যা অবশ্য একা যাননি, তাঁর এই সফরের সঙ্গী মা ভাবনা পাণ্ডে ও বোন রাইসা।

স্বর্ণমন্দির দর্শনের জন্য তখন ছিল বেশ ভিড়, সেই ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।

স্বর্ণমন্দিরের ভিতর থেকেও কিছু ছবি পোস্ট করেছেন অনন্যা।

তবে শুধু কি মন্দির দর্শন! একইসঙ্গে হয়েছে পেটপুজোও।

অনন্যা পাণ্ডের খাবারের প্লেটের দিকে তাকালে জিভে জল আসবে বৈকি! সেখানে ছিল পরোটা, ঘুঘনি।

খাবারের সঙ্গে ছিল মাটির ভাঁড়ে পঞ্জাবের স্পেশাল লস্য়ি।

আরও ওয়েবস্টোরির জন্য ক্লিক করুন।