Hindustan Times
Bangla

ব্যাঙ্গালোরে হাই পারফরম্যান্স ক্যাম্পে অংশ নিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে।

কিংবদন্তি লেগ-স্পিনার অনিল কুম্বলে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে অনূর্ধ্ব-১৯ দলের ছেলেদের সঙ্গে কথা বললেন।

BCCI তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই মুহূর্তের ঝলক শেয়ার করেছে।

কুম্বলে একজন খ্যাতিমান ভয়ঙ্কর বোলার। তিনি তার পুরো ক্যারিয়ারে ধারাবাহিকতা দেখিয়েছিলেন।

ভারতের স্পিন-বান্ধব পিচে, তাঁর ডেলিভারিগুলি ছিল ভয়ঙ্কর। দ্রুত গতিতে এসে সেটি তীব্র বাউন্স তৈরি করত।

২০০৭ সালের অগস্টে গ্লেন ম্যাকগ্রার ৫৬৩ উইকেটের রেকর্ড ভেঙে দেন কুম্বলে। ২০০৮ সালের জানুয়ারিতে ৬০০ টেস্ট উইকেটের মাইলস্টোন অতিক্রম করেন।

বাইশ গজের জাম্বো আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০০৮ সালে অবসর নেন।

তিনি শুধু নিজের দলকে অনেক ম্যাচ জিততে সাহায্য করেননি, তিনি তার পুরো ক্যারিয়ারে ধারাবাহিকতা দেখিয়েছিলেন।

কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচিত হওয়ার পর কুম্বলে ২০১০ সালে ম্যানেজমেন্টে স্যুইচ করেন।