Hindustan Times
Bangla

পরিচালকের মেয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন মিউজিক কম্পোজার দর্শন, বিয়েতে হাজির কোন কোন বলি সেলেব

মিউজিক কম্পোজার দর্শন রাঠোরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পরিচালক ইন্দ্র কুমারের মেয়ে শ্বেতা কুমার।

৯ ডিসেম্বর মুম্বইয়ে বসেছিল এই হাই প্রোফাইল বিয়ের আসর

মাধুরী দীক্ষিত, অনিল কাপুর, সঞ্জয় কাপুর, বনি কাপুরের মতো নামীদামী বলিউড সেলেবরা যোগ দিয়েছিলেন তাঁদের বিয়ের অনুষ্ঠানে

মিউজিক কম্পোজার দর্শন রাঠোর এবং শ্বেতা কুমারের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন বনি কাপুর।

মিউজিক কম্পোজার দর্শন রাঠোর এবং শ্বেতা কুমারের বিয়ের অনুষ্ঠানে স্ত্রী জেনেলিয়া ডিসুজার সঙ্গে যোগ দেন রিতেশ দেশমুখ।

মিউজিক কম্পোজার দর্শন রাঠোর এবং শ্বেতা কুমারের বিয়ের অনুষ্ঠানে সপরিবারে যোগ দেন অরুণা ইরানি।