Hindustan Times
Bangla

খাবারে আর ধরবেই না‌ পিঁপড়ে, কাজে লাগান সহজ টোটকা

শীতে পিঁপড়ের ঝামেলায় ভুগতে হয় না। কিন্তু গরম পড়লেই তা শুরু।

কয়েকটি টোটকা মনে রাখলে এই সমস্যা থেকে সহজেই রেহাই পাবেন। 

যেখানে যেখানে পিঁপড়ে রয়েছে, সেখানে চক এঁকে দিন‌। চকে ক্যালসিয়াম কার্বনেট থাকে।

পিঁপড়ের গর্তে লেবুর রস টিপে দিন। লেবুর রসের প্রভাবে দুর্বল হবে পতঙ্গ।

জলভরা পাত্র নিন। সেই পাত্রের ঠিক মাঝে খাবারের পাত্র রাখুন‌। পিঁপড়ে ধরবে না। 

মরিচ গুঁড়ো ছড়িয়ে রাখুন পিঁপড়ের গর্তে। দুদিনেই কমবে ঝামেলা। 

মরিচের মতোই নুনও পিঁপড়ে দূর করে। নির্দিষ্ট জায়গায় নুন ছড়িয়ে রাখুন।