Hindustan Times
Bangla

বোঝো ঠেলা! অ্যান্টাসিডই নাকি অতিরিক্ত বাতকর্মের কারণ! কেন জানেন

আজকাল পেটের সমস্যায় অনেকেই ভোগেন। ভুলভাল খাবার খেলে এমনটা হয়।

সেই সমস্যা থেকে রেহাই পেতে অনেকে অ্যান্টাসিড খান।

বিশেষজ্ঞদের কথায়, এই অ্যান্টাসিড পেটের আলসার থাকলে দারুণ কাজ দেয়‌।

তবে মাঝে মাঝে বড় বিপত্তির কারণও হতে পারে অ্যান্টাসিড।

অতিরিক্ত কোনও কিছুই শরীরের জন্য ভালো নয়। তাই অ্যান্টাসিডেরও কুপ্রভাব রয়েছে।

বিজ্ঞানীদের কথায়, অতিরিক্ত অ্যান্টাসিড খেলে বারবার বাতকর্মের সমস্যা বেড়ে যায়।