Hindustan Times
Bangla

মুখের ট্যানিং দূর করতে টমেটোর প্রতিকার।

টমেটো শুধু খাবারের স্বাদই বাড়ায় না ত্বকের জন্যও অনেক উপকারি।

টমেটো ট্যানিং দূর করতে, দাগ দূর করতে উপকারী।

কীভাবে মুখের ট্যানিং দূর করতে টমেটো ব্যবহার করবেন।

টমেটো অর্ধেক করে কেটে তাতে কিছু মধু যোগ করুন। এবার এই মধু টমেটো ত্বকে ম্যাসাজ করুন।

টমেটোর রসে দুই চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে কিছুক্ষণ শুকানোর জন্য রেখে দিন। তারপর জল দিয়ে মুখ পরিষ্কার করুন।

টমেটোর সঙ্গে চিনি মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে স্ক্রাব করুন। ত্বকের মরা কোষ দূর হবে।

এই প্রতিকার সপ্তাহে তিনবার করুন, পিগমেন্টেশন দূর হবে। ত্বকের রং উন্নত হবে।

আপনার যদি এই জিনিসগুলির কোনওটিতে অ্যালার্জি থাকে তবে এটি ব্যবহার করা এড়িয়ে চলুন।